শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:৩৬ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে টিকার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ৩৬ হাজার মানুষ

বাবুল আক্তার:[২] যশোরে করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সময় পার করছেন প্রায় ৩৬ হাজার মানুষ। কবে তাদের টিকা দেয়া হবে তা নিশ্চিত করে বলতে পারছেনা স্বাস্থ্যবিভাগ।

[৩] যশোর সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার (এমওসিএস) ডা. রেহেনেওয়াজ বলেন, যশোরে প্রথম পর্যায়ে করেনা টিকা দেওয়া হয়েছিল এক লাখ ১৯হাজার ২৭৩ জনকে। আর দ্বিতীয় ডোজে টিকা এসেছিলো ৮৩ হাজার ডোজ। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ, পুলিশ লাইন, সিএমএইচ ও বিমান বাহিনীতে টিকা দেওয়া হয়েছে ৩৬ হাজার ৮১৫জনকে। তাদের মধ্যে পুরুষ ২৪ হাজার ৭১৫ জন ও নারী ১২ হাজার ১শ’ জন।

[৪] এছাড়া অভয়নগর উপজেলায় ৬হাজার ৬০ জন, বাঘাপাড়া উপজেলায় ৬হাজার ৩৫৮জনকে, চৌগাছা উপজেলায় ৪ হাজার ৩৮৩ জনকে, ঝিকরগাছা উপজেলায় ৫ হাজার ৬১৯ জনকে, মণিরামপুর উপজেলায় ৯ হাজার ৭৮৫ জনকে ও শার্শা উপজেলায় ৬হাজার ৯১৮ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে। এখনও ৩৫ হাজার ৭৭৩ জনের দ্বিতীয় ডোজের টিকা বাকী রয়েছে।

[৫] তিনি বলেন, দ্বিতীয় ডোজের যে টিকা পাওয়া গিয়েছিলো তার মধ্যে এক হাজার ৮৪৭ ডোজ নষ্ট হয়েছে। বর্তমানে মজুদ আছে ১৬শ’ ডোজ। নতুন করে টিকার বরাদ্দ পেলে আবারো দ্বিতীয় ডোজের টিকা দেয়া শুরু করা হবে।

[৬] জানতে চাইলে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সরকার জোর চেষ্টা করছে টিকা সংগ্রহ করে সাপ্লাই দিতে। আশা করছি খুব দ্রুতই টিকা হাতে পাবো। টিকা হাতে পেলেই অবশিষ্ট লোকদের দ্বিতীয় ডোজের টিকার কার্যক্রম শুরু করা হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়