সুমাইয়া ঐশী: [২] পাঞ্জাবের মোগা জেলায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টায় এ দুর্ঘটনা ঘটে। এতে মারা গেছেন ি স্কোয়াড্রন লিডারের অভিনব চৌধুরি। বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে ভারতীয় বিমানবাহিনী। আনন্দবাজার
[৩] ভারতীয় বিমানবাহিনীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করে অভিনবের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একজন বিমানবাহিনী অফিসার জানান, প্রশিক্ষণের সময়ই এটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৪] মিগ-২১ ভেঙে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছরই তিনটি দুর্ঘটনার শিকার এই যুদ্ধ বিমান। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল