খাদেমুল বাবুল: [২] বৃহস্পতিবার বিকালে ঝড় ও বৃষ্টির সময় উপজেলার পৃথক পৃথক স্থানে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
[৩] নিহতরা হলেন- বাটিকামারী গ্রামের জাবেদ আলী (৫৮), চন্দনপুর গ্রামের মহিজল মিয়া (৫০), জারুলতলার পশ্চিম গামারিয়া গ্রামের কালা শেখ (৪৫ ), এনামুল হক (৩৫), শাজাহান (৩৮), প্রজাপতি গ্রামের বিল্লাল হোসেন (৩৬)।
[৪] গুরুতর আহতরা হলেন- গামারিয়া গ্রামের টিপু মিয়া, আবদুল হামিদ, রাজা মিয়া, প্রজাপতি গ্রামের ইনসাফ আলী, চন্দনপুর গ্রামের নিহত মহিজল মিয়ার ছেলে দেলোয়ারা বেগম।
[৫] একই সময় পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আক্তাব আলীর ৩টি গরু মারা গেছে।
[৬] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বজ্রপাতে হতাহতের বিষয়টি জানিয়েছেন। সম্পাদনা : মুরাদ হাসান