শিরোনাম
◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু ◈ সিরাজগঞ্জে প্রকাশ্যে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল ◈ বিএনপির প্রার্থী তালিকা কি সরকারের সময়সীমার বিপরীতে 'কৌশল'? ◈ অ্যাঙ্গোলোর বিরু‌দ্ধে আ‌র্জেন্টিনার দল ঘোষণা ◈ জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব ◈ বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত ◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে?

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের জন্য ভ্যাকসিন চেয়ে হোয়াইট হাউজে ১০১৪ জন প্রফেশনাল যুক্তরাষ্ট্র প্রবাসীর আবেদন

তরিকুল ইসলাম: [২] মঙ্গলবার প্রবাসী বাংলাদেশি ডা. এ এফ এম হকের নেতৃত্বে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপকসহ দেশটিতে প্রতিষ্ঠিত ১০১৪ জন প্রফেশনাল প্রবাসী বাংলাদেশি-আমেরিকান স্বাক্ষরিত একটি আবেদন হোয়াইট হাউজে পাঠনো হয়েছে।

[৩] এছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং জরজিয়ার স্টেট সিনেটর শেখ রহমানও বাংলাদেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন চেয়ে হোয়াইট হাউসকে অনুরোধ করেছেন।

[৪] ওয়াশিংটনের কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের করোনার আক্রান্তের হার ও মৃতের সংখ্যা তূলনামুলকভাবে কম থাকায় বাংলাদেশ অগ্রাধিকার তালিকায় নেই। যেসব দেশের অক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি সেসব দেশ অগ্রাধিকার তালিকায় রয়েছে।

[৫] ভ্যাকসিন চেয়ে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

[৬] তিনি বলেন, অক্সফোর্ডের ছয় কোটি ডোজ ভ্যাকসিন মজুদ রেখে দেশটি ব্যবহার না করায় আমাদের এখানে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ চলমান রাখতেই যুক্তরাষ্ট্রের কাছে থাকা অক্সফোর্ডের ভ্যাকসিন আমরা চেয়েছি।

[৭] মার্কিন রাষ্ট্রদূতকে বলেছি, তোমরা যখন ভারতসহ অন্যান্য দেশকে ভ্যাকসিন দিবে, তখন অগ্রাধিকার ভিত্তিতে আমাদেকেও যেন বিবেচনা করা হয়। জাবাবে তিনি বলেছেন, এ জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

[৮] রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে মোমেন বলেন, ভ্যাকসিন দিতে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ অনুমতির প্রয়োজন। যুক্তরাষ্ট্র এখনও ভারত কিংবা অন্য কোনো দেশে টিকা পাঠায়নি।

[৯] আমাদের রাষ্ট্রদূত সব সময় এ নিয়ে বৈঠক করছেন। এখানে মার্কিন দূতাবাসও সিনসিয়ারলি কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়