শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন বণ্টনে বৈষম্য চলবে না বললেন ‘হু’ প্রধান, জুনের মধ্যে ৮ কোটি টিকা বিভিন্ন দেশকে দিবে যুক্তরাষ্ট্র

রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেয়েসাস বলছেন, ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে যেন ‘তেলা মাথায় তেল দেওয়া’ চলছে। প্রয়োজনের জায়গায় ভ্যাকসিন পৌঁছচ্ছেই না। যেখানে পৌঁছচ্ছে, সেখানে উদ্বৃত্ত হচ্ছে। বিবিসি

[৩] তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ থাকলেও সেখানে ভ্যাকসিন মজুত রয়েছে ৪৫ শতাংশ। অন্যদিকে জনবহুল মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ১৭ শতাংশ ভ্যাকসিন পৌঁছেছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে আগে এই ভ্যাকসিন বৈষম্যের সমাধান প্রয়োজন।

[৪] ‘হু’ প্রধান বলেন ৬ কোটি ৩ লাখ ভ্যাকসিন ১২৪টি উন্নয়নশীল দেশে পৌঁছালেও জনসংখ্যার তুলনায় এর পরিমান ০.৫ শতাংশ। টেড্রসের মতে আসল সমস্যা হল বণ্টনে। ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতেই আগে বয়স্কদের টিকা দেওয়ার পর শিশু-কিশোরদের দেওয়ার কথা জানান তিনি।

[৫] মার্চের শেষ নাগাদ অন্তত দশ কোটি টিকা বিতরণের পরিকল্পনা ছিলো কোভ্যাক্স’এর। কিন্তু৩ কোটি ৩৮ লাখ ডোজ সরবরাহ করা সম্ভব হয়েছে।

[৬] এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, আগামী ৬ সপ্তাহে বিশ্বে ৮ কোটি ভ্যাকসিন দান করবেন। যা যুক্তরাষ্ট্রে মজুদ ভ্যাকসিনের প্রায় ১৩ শতাংশ। কানাডা ও মেক্সিকোতে এপ্রিলের শেষেই ৪০ লাখ অ্যাস্ট্রজেনেকা টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়