রাশিদুল ইসলাম : [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র প্রধান টেড্রোস আধানোম ঘেব্রেয়েসাস বলছেন, ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে যেন ‘তেলা মাথায় তেল দেওয়া’ চলছে। প্রয়োজনের জায়গায় ভ্যাকসিন পৌঁছচ্ছেই না। যেখানে পৌঁছচ্ছে, সেখানে উদ্বৃত্ত হচ্ছে। বিবিসি
[৩] তিনি বলেন, উচ্চ আয়ের দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার ১৫ শতাংশ থাকলেও সেখানে ভ্যাকসিন মজুত রয়েছে ৪৫ শতাংশ। অন্যদিকে জনবহুল মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ১৭ শতাংশ ভ্যাকসিন পৌঁছেছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে আগে এই ভ্যাকসিন বৈষম্যের সমাধান প্রয়োজন।
[৪] ‘হু’ প্রধান বলেন ৬ কোটি ৩ লাখ ভ্যাকসিন ১২৪টি উন্নয়নশীল দেশে পৌঁছালেও জনসংখ্যার তুলনায় এর পরিমান ০.৫ শতাংশ। টেড্রসের মতে আসল সমস্যা হল বণ্টনে। ঝুঁকিপ্রবণ এলাকাগুলোতেই আগে বয়স্কদের টিকা দেওয়ার পর শিশু-কিশোরদের দেওয়ার কথা জানান তিনি।
[৫] মার্চের শেষ নাগাদ অন্তত দশ কোটি টিকা বিতরণের পরিকল্পনা ছিলো কোভ্যাক্স’এর। কিন্তু৩ কোটি ৩৮ লাখ ডোজ সরবরাহ করা সম্ভব হয়েছে।
[৬] এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, আগামী ৬ সপ্তাহে বিশ্বে ৮ কোটি ভ্যাকসিন দান করবেন। যা যুক্তরাষ্ট্রে মজুদ ভ্যাকসিনের প্রায় ১৩ শতাংশ। কানাডা ও মেক্সিকোতে এপ্রিলের শেষেই ৪০ লাখ অ্যাস্ট্রজেনেকা টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।