শিরোনাম
◈ বিশ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরা নিশ্চিতে বিশেষ উদ্যোগ ◈ বেনাপোল বন্দরে ১ দিনে ১৪৪৩ যাত্রী পারাপার, ৪৮৩ ট্রাক বাণিজ্য ◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ভোট আহ্বান করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ

লিহান লিমা: [২] মিয়ানমারের জান্তা সরকারের কাছে সব ধরণের প্রত্যক্ষ ও পরোক্ষ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করতে সাধারণ পরিষদের ভোট আহ্বান করেছে জাতিসংঘ। মঙ্গলবার এই ইস্যুতে ভোট দেবে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশ। সিএনএ

[৩] জাতিসংঘ সাধারণ পরিষদের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার সাধারণ পরিষদের ভোট হওয়ার কথা রয়েছে। তবে ভোট কখন হবে তা জানানো হয় নি। কিছু কূটনৈতিক বলেছেন, অধিক সমর্থন আদায় করতে ভোটগ্রহণ বিলম্ব করা হতে পারে।

[৪] এই বৈঠকে খসড়া বিবৃতি দেবে জাতিসংঘ সাধারণ পরিষদ। বিবৃতিতে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করা সেনা সরকারকে জরুরি অবস্থা প্রত্যাহার, সব ধরণের সহিংসতা বন্ধ এবং গত নভেম্বরের নির্বাচনে জনগণের ইচ্ছেকে সম্মান জানাতে বলা হবে।

[৫] এর আগে সোমবার মিয়ানমারের জান্তা সরকারের ওপর আরো নতুন নিষেধাজ্ঞারোপ করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা।

[৬] শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈধভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞারোপ করতে পারে কিন্তুরাশিয়া ও চীন মিয়ানমারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধা দিয়ে নিজেদের ভেটো ক্ষমতা প্রয়োগ করছে।

[৫] এখন পর্যন্ত মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ৮০২ জন প্রাণ হারিয়েছেন। আটক হয়েছেন ৪ হাজার ১২০ জন। এদের মধ্যে ২০জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়