শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১১:২১ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ চারজন আহত

এমদাদ খান: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে শুক্রবার(১৪ মে) দুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন পথচারীসহ ৪ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান বেপোরোয়া গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে এ দুঃঘটনা ঘটে।

আহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ডুল্যাছড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃআনোয়ার হোসেন (২২),পথচারী মোঃ সাগর আহম্মদ (৩২)ও তার মেয়ে ইসরাত জাহান সাদিয়া (৪) এবং মোঃ ইকবালের মেয়ে জান্নাতুল ফেরদৌস (৩)।পথচারী সকলেই দারোগা পাড়ার বাসিন্দা।

জানা যায়,খাগড়াছড়ি -ফেনী সড়কের উপর রামগড় পৌরসভা সংলগ্ন রানার দোকানের পাশে এ দূর্ঘটনা ঘটে। ঈদের দিন বন্ধুদের সাথে রামগড় ঘুরতে এসে ফিরে যাওয়ার সময় পিছন থেকে অজ্ঞাত নামা মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ারের চালিত মটর সাইকেলটি
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া দুই শিশুসহ তিন পথচারীকে ধাক্কা দেয়। এতে চালক ও পথচারীরা গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাঃ তূর্য্য চাকমা প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করেন।

রামগড় থানার উপপরিদর্শক (এস আই ) সালাউদ্দিন বলেন, পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা মোটর সাইকেলের ধাক্কায় আনোয়ারের চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে । এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়