শিরোনাম
◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১০৩

দিদারুল আলম: [২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। এনিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৭০৪ জন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে।

[৩] সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার (১৪ মে) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এদিন চট্টগ্রামের সরকারি-বেসরকারি দশটি ল্যাবের মধ্যে আটটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়।

[৪] বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪২টি নমুনায় করোনা শনাক্ত হয় ১৫ জনের দেহে।

[৫] চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৫৯টি নমুনায় করোনা শনাক্ত হয় ৭ জন ও সিভাসু ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষায় ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

[৬] এছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষা করে ৫ জন ও শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ৭৫৪টি নমুনা পরীক্ষায় ৩৫ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ২১টি নমুনা পরীক্ষা সংগ্রহ করে ৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

[৭] অন্যদিকে, চট্টগ্রাম মা ও শিশু ল্যাবে ১৮টি নমুনা পরীক্ষায় ৬ জন শনাক্ত হয়। তবে এ দিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোন নমুনা পরীক্ষা করা হয়নি।

[৮] এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ১৪টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার (১৪ মে) ১ হাজার ২৬০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৩ জন। এর মধ্যে নগরে ৭১ আর উপজেলার ৩২ জন। নতুন ১ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৫৭৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়