শিরোনাম
◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:৩৮ রাত
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূরপাল্লার যাত্রী বহন করছে ঢাকার লোকাল বাস, নেই পুলিশি বাধা

নিউজ ডেস্ক : ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড়ের সুযোগে মহাসড়কে যাত্রী পরিবহন করছে ঢাকা শহরের গণপরিবহন। বুধবার (১২ মে) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুরোটাতেই এসব বাস দেখা গেছে। পাশাপাশি চলছে কিছু দূরপাল্লার পরিবহন, আছে ভয়াবহ যানজটও।

সাধারণত ঢাকা থেকে বাসে ময়মনসিংহ আসতে সময় লাগে তিন ঘণ্টা। আসিফ নামের এক যাত্রী জানালেন, তিনি সকাল আটটায় ঢাকা থেকে রওনা দিয়ে বিকেল চারটায় ময়মনসিংহ বাইপাসে পৌঁছেন। তার মতে, যানজটই এর প্রধান কারণ।

আবদুল্লাহপুর থেকে ময়মনসিং পর্যন্ত রাস্তা ভ্রমণ করে আসিফের বক্তব্যের অনুরূপ চিত্রই পাওয়া গেছে। বাস-প্রাইভেটকারের পাশাপাশি খোলা ট্রাকেও মানুষ বাড়ি ফিরছেন।

এ মহাসড়কের প্রতিটি বাজারের আগে অন্তত চার থেকে ছয় কিলোমিটার যানজট দেখা গেছে। এগুলো হচ্ছে, ত্রিশাল, ভালুকা, মাওনা, মাস্টারবাড়ি, সালনা ইত্যাদি। এর মধ্যে ত্রিশাল থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার লম্বা জ্যাম দেখা গেছে।

ঢাকার ভিক্টর ক্লাসিক, বসুমতি, চ্যাম্পিয়ন, তুরাগ প্রভৃতি বাস যাত্রী চলছে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উদ্দেশ্যে। একটি বাসের কন্ডাকটর সুলেমান বলেন, যাত্রী নিতে কোনো সমস্যা হচ্ছে না। কোনো পুলিশি বাধাও নেই।

ময়মনসিংহ বিভাগের পাঁচটি জেলার একমাত্র প্রবেশদ্বার এই মহাসড়ক। কোনো উপায় না থাকায় অবর্ণনীয় ভোগান্তি সয়েই পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষ। ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়