শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্জুরুল হক: বাঙালির ‘আইডেন্টিটি’ রবীন্দ্রনাথ

মঞ্জুরুল হক: কলকাতায় জন্ম নিয়েছিলেন বাঙালির ‘আইডেন্টিটি’ রবীন্দ্রনাথ। তিনি না জন্মালে কী হতো সে প্রশ্ন অবান্তর। তবে তিনি বেঁচে থাকতে এবং তার মৃত্যুর পর তাকে নিয়ে প্রথমে অবিভক্ত বাংলায়, পরে দুই বাংলায় কতো শত মানুষ যে বিদ্ব্যান বনে গেছে সে হিসেবও মেলে না। জমিদার, উচ্চবিত্ত, সাম্যবাদী নন, প্রজাহিতৈষী নন, দারিদ্র না বোঝা, সাম্প্রদায়িক, উন্নাসিক...অতঃপর ‘হিন্দু কবি’। কতোই না অভিধা তার। অথচ সেই তাকে নিয়েই শত-সহস্র কবি-লেখক করে-কম্মে খাচ্ছেন। তাকে ফাতা ফাতা করে ফেলা হয়েছে। হচ্ছে। এমনকি তিনি কীভাবে আম কেটে খেতেন তা নিয়ে পুস্তক রচনা হয়েছে। শেষ পর্যন্ত দাঁড়িয়েছে বাঙালি তাকেই ‘ভাঙিয়ে খাচ্ছে’। উপায় নেই। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি অলঙ্কৃত করেননি। না, নেই। আমার রাজনৈতিক মতবাদের দিক থেকে তিনি আমার নমঃস্য নন।

আবার আমি এটাও মনে করি; তার ছোটগল্প আর সঙ্গীত বাদ দিলে বাঙালির ভাঁড়ার ঘর প্রায় শূণ্য। সত্যি বলতে কি তার গানকে আমার কেবলই সুরবদ্ধ ছন্দময় ঐক্যতান মনে হয় না। মনে হয় মহাকালের স্বপ্নময় বাস্তবতা। আমি আজও ভেবে পাই না এই মানুষটা কীকরে এমন সুর ও বাণী সৃষ্টি করতে পারল। এ আমার পরম বিস্ময়। জন্মদিনে তারই একটি গান নিবেদন করলাম- আমার যাবার বেলায় পিছু ডাকে/ভোরের আলোয় মেঘের ফাঁকে ফাঁকে/ পিছু ডাকে পিছু ডাকে .../বাদল প্রাতের উদাস পাখি উঠে ডাকি/বনের গোপন শাখে শাখে, পিছু ডাকে/ ভরা নদীর ছায়ার তলে ছুটে চলে/খোজে কাকে, পিছু ডাকে .../আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে/বিদায় প্রাতের উতলাকে পিছু ডাকে...। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়