শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন অসহায় আব্দুল মৌলা

রাজু আহমেদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর পাচ্ছেন অসহায় প্রতিবন্ধি আব্দুল মাৌলা। শীঘ্রই ঘরের চাবি পাচ্ছেন তিনি শুক্রবার দুপুরে (৭ই মে) এ প্রতিবেদককে এমনটাই জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে তিনি।

এর আগে গত ১৯ এপ্রিল আমাদের সময় ডটকমসহ একাধিক গণমাধ্যমে "প্রধানমন্ত্রীর ঘরে থাইকা মরতে চাই" শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হলে সংবাদটি স্হানীয় প্রশাসনের দৃষ্টিগােচর হয়। এরই প্রেক্ষিতে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মহানুভবতায় গত ২৮ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তী। তদন্ত শেষে আব্দুল মৌলা ঘর পাওয়ার যােগ্য বলে একটি লিখিত প্রতিবেদন জমা দেন তিনি।

ঘর হস্তান্তরকাজে সম্পৃক্ত উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক রজব মাহমুদ অন্তর বলেন, ইউএনও স্যারের মহানুভবতায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাবেন আব্দুল মৌলা। তালিকাসহ নথি তৈরি কাজ চলমান। আশা করি ঈদের পর উপকারভােগীরা ঘরে উঠতে পারবেন। প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দােয়া চেয়েছেন ওই কর্মকর্তা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, মৌলা একজন অসহায় ব্যক্তি, মুজিববর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাবেন তিনি। ঈদ পরবর্তী সময়ে গৃহহীন-ভূমিহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, সারাদেশে গৃহহীন-ভূমিহীনদের উপহার হিসেবে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলায় গৃহহীনদের ১৪৬টি ঘর বরাদ্দ দিয়েছে সরকার। তন্মধ্যে প্রথম ধাপে ৭০টি ঘর হস্তান্তর করা হয়। নির্মাণাধীন আরও ৭৬টি ঘর হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। ##

  • সর্বশেষ
  • জনপ্রিয়