শিরোনাম
◈ ভারত যেতে নারাজ বিসিবি: বিশ্বকাপ খেলতে ‘রাজি করাতে’ নতুন প্রস্তাব বিসিসিআইয়ের ◈ ২০২৬ সালের সরস্বতী পূজা ও আশুরাসহ বেশ কিছু ছুটি বাতিলের খবর ভুয়া: প্রেস উইং ◈ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি: জামায়াত ◈ ‘একাত্তর বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না’: তারেক রহমান ◈ এবার যে ৩৯ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করল ট্রাম্প ◈ আসন সমঝোতায় টানাপড়েন: সমমনাদের মন রাখতে হিমশিম জামায়াতে ইসলামী! ◈ এই নির্বাচনের কোন প্রয়োজন নেই, বিএনপির সাথে বসে তাদের সব আসন দিয়ে দেয়া হোক: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ খালেদা জিয়া দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত গড়েছিলেন : মির্জা ফখরুল ◈ এবার রাউজানে যুবদল নেতাকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ও ডিএনসির অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সুজন কৈরী: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস উচ্চ বিদ্যালয় এলাকায় রোববার অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম উদ্দিন (১৯) ও সৈয়দ আলম (২৬)।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার শিকদার মো. হাসান ইমাম বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সোমবার দুপুরে কোতোয়ালির আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দীল মোহাম্মদ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে কার্যালয়ের কোতয়ালী সার্কেল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া কোতোয়ালীর ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে আজিজ (১৯) নামের একজনকে ৪০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে বন্দর সার্কেল। এসব ঘটনায় কোতয়ালী থানায় দুটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তা আরও জানান, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ১৪ জন মাদক সেবনকারীকে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়