শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৯:২৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ ও ডিএনসির অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার ৪

সুজন কৈরী: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস উচ্চ বিদ্যালয় এলাকায় রোববার অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম উদ্দিন (১৯) ও সৈয়দ আলম (২৬)।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার শিকদার মো. হাসান ইমাম বলেন, গোপন তথ্যে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুজনকে গ্রেপ্তার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিম। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সোমবার দুপুরে কোতোয়ালির আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দীল মোহাম্মদ (৩৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে কার্যালয়ের কোতয়ালী সার্কেল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া কোতোয়ালীর ফিরিঙ্গী বাজার ব্রিজ ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে আজিজ (১৯) নামের একজনকে ৪০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে বন্দর সার্কেল। এসব ঘটনায় কোতয়ালী থানায় দুটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

ডিএনসির কর্মকর্তা আরও জানান, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ১৪ জন মাদক সেবনকারীকে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়