রাশিদুল ইসলাম : [২] এর আগে মহাকাশে এতবেশি দিন আর কোনো নভোচারী অবস্থান করেননি।চার নভোচারীকে নিয়ে স্পেসএক্স মহাকাশযানটি রোববার সকালে মেক্সিকো উপসাগরে প্যারাসুটের মাধ্যমে অবতরণ করে। এর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেকর্ড স্থাপনকারী মিশন থেকে চার নভোচারী বিদায় নেন। সিএনএন
[৩] অবতরণের পর তাদের নাসা’র জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। তারা সকলেই সুস্থ আছেন।
[৪] মহাকাশ স্টেশনে থাকা সাত নভোচারীর মধ্যে ফিরে আসা চারজনের একজন মার্কিন নভোচারী মাইকেল হপকিন্স।
[৫] মহাকাশযানটি যখন তাদের নিয়ে মহাকাশ স্টেশন ছাড়ছিল, তখন হপকিন্স সেখানে রয়ে যাওয়া নভোচারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। পৃথিবীতে আমাদের শিগগিরই দেখা হবে। নভোচারী হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও জাপানের শোচি নগুচি গত নভেম্বরে মহাকাশে যান। বুধবার ফেরার কথা থাকলেও অবতরণস্থলের খারাপ আবহাওয়ার কারণে তা পেছানো হয়।
[৬] এ নিয়ে দ্বিতীয়বারের মত স্পেস এক্স ও নাসা নভোচারীদের মহাকাশে মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরে আসার অভিযান সম্পন্ন করল।
[৭] মহাকাশযানটির ভেতরে অত্যন্ত গরম থাকে যা থেকে বিশেষ আবরণ নভোচারীদের রক্ষা করে। তবে মহাকাশযানটির গর্জনকে কোনো যন্ত্রের নয় বরং তা জন্তুর বলে অভিহিত করেছেন নভোচারীরা।