শিরোনাম
◈ সোহানের রেকর্ড সেঞ্চুরি, বাংলা‌দেশ জিত‌লো ১১ ওভারেই ◈ এ‌শিয়ান কাপ বাছাই খেল‌তে ঢাকায় পৌঁ‌ছে‌ছে ভারতীয় ফুটবল দল ◈ নির্বাচন নিয়ে আপাতত স্বস্তি, অর্থনীতির পালে হওয়া ◈ ১০০ মিলিয়ন ডলারের দুর্নীতি কেলেঙ্কারি, জেলেনস্কির জ্বালানি খাতের সংস্কার প্রতিশ্রুতি  ◈ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নিলেন ট্রাম্প ◈ হাসিনার মামলার রায়: কর্মসূচির নামে নাশকতার চেষ্টা, উদ্বেগ-উৎকণ্ঠা ◈ মধ্যরাতে হাজারীবাগে পার্কিং করা বাসে আগুন ◈ বাংলাদেশের এমসিসি অবস্থা আরও শোচনীয়: রেড জোনে ১৬ সূচক, উন্নতি মাত্র একটিতে ◈ কেন ৩ উপদেষ্টার পদত্যাগ চায় জামায়াতসহ ৮ দল ◈ ৩ রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:৪১ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘাটতি মেটাতে ইউরোপ আমেরিকা থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আনবে বাংলাদেশ

মিনহাজুল আবেদীন: [২] ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় বাংলাদেশে দ্বিতীয় ডোজ দেয়ার ক্ষেত্রে প্রায় ১৩ লাখ ডোজ টিকার ঘাটতি রয়েছে। সেই ঘাটতি মেটাতেই বাংলাদেশ সরকার এখন ভারতের বাইরে বিকল্প হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মো. খুরশিদ আলম শুক্রবার বিবিসি বাংলায় বলেন, দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ডোজ আনার চেষ্টা চলছে। তাদের কাছে অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। অনেকে তা ব্যবহার করেনি। সেই টিকাগুলো পাওয়ার আশা করছি।

[৪] তিনি বলেন, ‘আমরা এই ঘাটতি মেটাতে টিকা সংগ্রহ করার চেষ্টায় আছি। আমেরিকা, ডেনমার্ক, বেলজিয়াম, ইউকে এবং অস্ট্রেলিয়ায় সঙ্গেও যোগাযোগ করেছি’।

[৫] তিনি বলেন, আশা নিয়েই বাঁচে মানুষ। আমরাও আশা করছি এই টিকা পেয়ে যাবো। প্রথম ডোজ দেয়া থেকে দ্বিতীয় ডোজের মধ্যে যে সময় হাতে থাকছে, তার মধ্যে টিকা পাওয়ার সম্ভাবনা আছে।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ড. বেনজীর আহমেদ বলেন, আমরা এতোদিনে প্রায় দেড় কোটি লোককে টিকা দিতে পারতাম। কিন্তু মাত্র অর্ধকোটি লোককে টিকা দিয়েছি। সুতরাং অবশ্যই আমরা হোঁচট খেয়েছি। সরকার এখন রাশিয়া এবং চীন থেকেও টিকা আনার ব্যাপারে তৎপরতা চালাচ্ছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়