রাশিদুল ইসলাম : [২] প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সামরিক বাহিনীর নেতৃত্বের ওপর সেনারা টিকা নেবেন কি নেবেন না তা ছেড়ে দেওয়া হয়েছে। এনবিসি’কে দেওয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, সকল সেনা সদস্যের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক থাকলেও তা বাস্তবায়ন কঠিন, তাই তাদের ইচ্ছা-অনিচ্ছার বিষয়টি দেখভাল করবেন জেনারেলরা। স্পুটনিক
[৩] কোভিড মহামারী শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রে ৩২ মিলিয়ন মানুষ আক্রান্ত হওয়ার পর মারা গেছে ৫ লাখ ৭৬ হাজার। বিতরণ করা হয়েছে ২৪০ মিলিয়ন ভ্যাকসিন এবং ১০২ মিলিয়ন মার্কিনী ইতিমধ্যে টিকার দুটি ডোজই নিয়েছেন।
[৪] মার্কিন নৌবাহিনীর ৪০ শতাংশ সেনা ভ্যাকসিন নিতে চাচ্ছেন না। তাই বাইডেন বলেন, টিকা নেওয়ার বিষয়টি সামরিক বাহিনীর ওপর ছেড়ে দিচ্ছি। আশা করছি বেশিরভাগ সেনারাই ভ্যাকসিন নেবে।
[৫] বাইডেন বলেন সামারিক নেতৃত্বের পক্ষে বলা সম্ভব সেনারা কোথায় কি অবস্থানে আছে। তারা কি প্রশিক্ষণে, নাকি কোয়ার্টারে ঘুমাচ্ছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেনাদের টিকা নেওয়ার বিষয়টি তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বর্তমানে স্বেচ্ছাসেবীর ভিত্তিতে মার্কিন সেনাদের টিকা দেওয়া হচ্ছে সিডিসির অনুমোদনক্রমে।
[৬] পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি গত মার্চে বলেন সেনাদের টিকা বাধ্যতামূলক করার ব্যাপারে সামরিক নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।