শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ফজলুল হক: [২] গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চান্দরা সরকারবাড়ী এলাকায় গত (২৮ এপ্রিল) বুধবার বিকালে ১২ বছরের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পওয়া গেছে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৩] ধর্ষক হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মাদারদহ এলাকার বাদল মোল্লার ছেলে আরিফুল (১৮)।

[৪] পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষক আরিফুল অনেক দিন যাবত ওই কিশোরীকে উত্যক্ত করে আসছিলো । এব্যাপারে ধর্ষিতা কিশোরীর বাবা প্রতিবাদ করেন। পরে বুধবার বিকালে ধর্ষক আরিফুল ও তার সহযোগী তামীম (১৮) সরকারবাড়ী বাজার থেকে কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে যায় আরিফুলের বাসায়। এর পর আরিফুল কিশোরী কে জোরপূর্বক একাধিক বার ধর্র্ষণ করে এবং কিশোরীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে আঘাত করে।

[৫] সারা দিন নানা ভাবে নির্যাতন করার পর আহত কিশোরীকে রাতেই তাড়িয়ে দেন এবং এঘটনা প্রকাশ করলে খুন করার হুমকি দেওয়া হয়। পরে আহত কিশোরী কে সরকার বাড়ী বাজারের স্থানীয় লোকজন মুমূর্ষ জরাজীর্ণ অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেন। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

[৬] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়