শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত সপ্তাহে বিশ্বব্যাপী কোভিডে মৃত প্রতি চারজনের একজন যুক্তরাষ্ট্রের

রাশিদুল ইসলাম : [২] প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর ক্যারিসা এটিনি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ তথ্য দিয়ে বলেন মধ্য আমেরিকার প্রায় প্রতিটি দেশেই কোভিড সংক্রমণ বাড়ছে। সিএনএন

[৩] এটিনি জানান কানাডায় কোভিড সংক্রমণ প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে সংক্রমণের হারকে ছাড়িয়ে গেছে।

[৪] নতুন করোনাভাইরাস ভ্যারিয়েন্টগুলো ওই অঞ্চলজুড়ে সংক্রমণের প্রবণতা বাড়িয়ে তুলতে সহায়তা করছে, ধীর টিকাদান কর্মসূচি ও ভ্যাকসিন অপর্যাপ্ততা এর আরেক কারণ। যা মধ্য আমেরিকার দেশগুলোর জন্যে সংক্রমণ ঠেকাতে অতিরিক্ত বাধা হিসেবে কাজ করেছে।

[৫] এটিনি বলেন দক্ষিণ এবং মধ্য আমেরিকা জুড়ে হাসপাতালগুলো রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে। অপেক্ষাকৃত তরুণরা আক্রান্ত হচ্ছে কোভিডে। কোস্টারিকার হাসপাতালে সর্বকালের সর্বোচ্চ পরিমান রোগী ভর্তি রয়েছে। গুয়াতেমালার হাসপাতালগুলি সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে। কলম্বিয়ার বেশ কয়েকটি বড় শহরের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীর তিল ধারণের ঠাঁই নেই।

[৬] পেরু, বলিভিয়া, আর্জেন্টিনা ও উরুগুয়েতেও কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

[৭] যুক্তরাষ্ট্রের পর কোভিডে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে ব্রাজিলে এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত।

[৮] জন হপকিন্স তথ্য বলছে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসানেরো দীর্ঘদিন কোভিড পরিস্থিতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও বর্তমানে তিনি এ মহামারী মোকাবেলায় তার দায়িত্ব নিয়ে তদন্তের মুখোমুখি পড়েছেন।

[৯] এটিনি বলেন গত সপ্তাহে ৪৯টি দেশে ৩১৭ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে কোভ্যাক্স কর্মসূচির আওতায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশে কোভ্যাক্স কর্মসূচির আওতায় টিকা পৌঁছে যাওয়া উচিত বলে মন্তব্য করেন এটিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়