শিরোনাম
◈ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা: একনেক বৈঠক ◈ নীলফামারীর হাজার শয্যাবিশিষ্ট বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে: প্রধান উপদেষ্টা ◈ যেভাবে রশি ছাড়াই ১০১ তালা বিল্ডিংয়ে উঠলেন আমেরিকান যুবক! (ভিডিও) ◈ ঘুষ গ্রহণের অভিযোগ তুলে ওসি-এসআইকে অবরুদ্ধ করে কান ধরে উঠবস করালো জনতা (ভিডিও) ◈ ইং‌লিশ প্রিমিয়ার লি‌গে  আর্সেনালকে হারিয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ জয় শাহকে তোপ পি‌সি‌বির সা‌বেক প্রধ‌া‌নের, আই‌সি‌সি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয় ◈ বাংলাদেশের বয়কটে ধাক্কা ইডেনের! ফেরত হবে টিকিটের দাম ◈ গৃহকর্মী‌কে ধর্ষণ, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার আব্দুল কা‌দি‌রের ছেলে সুলামান কাদির গ্রেফতার ◈ প্রার্থীদের কথা লড়াই চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা ◈ যে কারণে মধ্যপ্রাচ্যের শীর্ষ দুই বিমান সংস্থা যুক্তরাষ্ট্রের বহু ফ্লাইট বাতিল করল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত সপ্তাহে বিশ্বব্যাপী কোভিডে মৃত প্রতি চারজনের একজন যুক্তরাষ্ট্রের

রাশিদুল ইসলাম : [২] প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর ক্যারিসা এটিনি এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ তথ্য দিয়ে বলেন মধ্য আমেরিকার প্রায় প্রতিটি দেশেই কোভিড সংক্রমণ বাড়ছে। সিএনএন

[৩] এটিনি জানান কানাডায় কোভিড সংক্রমণ প্রথমবারের মত যুক্তরাষ্ট্রে সংক্রমণের হারকে ছাড়িয়ে গেছে।

[৪] নতুন করোনাভাইরাস ভ্যারিয়েন্টগুলো ওই অঞ্চলজুড়ে সংক্রমণের প্রবণতা বাড়িয়ে তুলতে সহায়তা করছে, ধীর টিকাদান কর্মসূচি ও ভ্যাকসিন অপর্যাপ্ততা এর আরেক কারণ। যা মধ্য আমেরিকার দেশগুলোর জন্যে সংক্রমণ ঠেকাতে অতিরিক্ত বাধা হিসেবে কাজ করেছে।

[৫] এটিনি বলেন দক্ষিণ এবং মধ্য আমেরিকা জুড়ে হাসপাতালগুলো রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে। অপেক্ষাকৃত তরুণরা আক্রান্ত হচ্ছে কোভিডে। কোস্টারিকার হাসপাতালে সর্বকালের সর্বোচ্চ পরিমান রোগী ভর্তি রয়েছে। গুয়াতেমালার হাসপাতালগুলি সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে। কলম্বিয়ার বেশ কয়েকটি বড় শহরের হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীর তিল ধারণের ঠাঁই নেই।

[৬] পেরু, বলিভিয়া, আর্জেন্টিনা ও উরুগুয়েতেও কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

[৭] যুক্তরাষ্ট্রের পর কোভিডে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ঘটেছে ব্রাজিলে এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত।

[৮] জন হপকিন্স তথ্য বলছে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসানেরো দীর্ঘদিন কোভিড পরিস্থিতিকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও বর্তমানে তিনি এ মহামারী মোকাবেলায় তার দায়িত্ব নিয়ে তদন্তের মুখোমুখি পড়েছেন।

[৯] এটিনি বলেন গত সপ্তাহে ৪৯টি দেশে ৩১৭ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে ৭ মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে কোভ্যাক্স কর্মসূচির আওতায়। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য দেশে কোভ্যাক্স কর্মসূচির আওতায় টিকা পৌঁছে যাওয়া উচিত বলে মন্তব্য করেন এটিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়