শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৫শতাধিক পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

চৌধুরী হারুনুর রশীদ: [২] করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পাহাড়ের প্রতিটি মানুষের পাশে দাড়িয়ে দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি এ দুর্যোগ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

[৩] বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ঘটিকায় জেলা প্রশাসনের আয়োজনে চিংহ্লা মং মারী স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং সংসদ সদস্য দীপংকর তালুকদার এ কথা বলেন।

[৪] এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাচ্ছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।

[৫] রাঙামাটি পৌর এলাকার ৫ শাধিক পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেয়েছেন। এসব উপহার সামগ্রীর মধ্যে (ত্রাণ) চাল ১০ কেজি, আলু ২ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা স্থানীয় কাউন্সিলার মাধ্যমে বিতরণের আগে ছিলিপ প্রদান করা হয়।

[৬] উলে­খ্য, ১০টি উপজেলায় ৫০টি ইউনিয়ন ২টি পৌরসভায় প্রায় ২ কোটি টাকার ত্রাণ সহায়তা প্রদান করবেন জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়