তুহিন মালিক: করোনা বিপর্যস্ত ভারতের এই করুন অবস্থা দেখে আমাদেরকে দ্রুত প্রস্তুতি নিতে হবে। ভারতের মতো বৃহৎ একটি রাষ্ট্রের করোনা ব্যবস্থাপনার যদি এরকম মারাত্মক বিপর্যয় ঘটতে পারে। তাহলে, আল্লাহ না করুক, এই মহাবিপর্যয় যদি আমাদের ঘরের দুয়ারে আঘাত হানে। তাহলে আমাদের ভাগ্যে কি ঘটতে পারে আল্লাহই ভালো জানেন। নিত্যদিন আমাদের আশেপাশের কতো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কতো পরিবার, কতো মানুষ করোনা আক্রান্ত হয়ে দূর্বিষহ সময় অতিক্রম করছে। রোগী নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ছুঁটছে। অন্যদিকে আমরা যারা সুস্থ আছি। নিরাপদে আছি। আলহামদুলিল্লাহ। এটা নিঃসন্দেহে আল্লাহতায়ালার অনেক বড় এক নিয়ামত। অপরের বিপদে খুশি হবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।
কেননা, আল্লাহ আমাকে অনুরুপ বিপদ থেকে রক্ষা করে আমার উপর অপরিসীম অনুগ্রহ করেছেন। তাই যেখানেই, যে দেশেই মানুষ মারা যাচ্ছে। মানুষের মৃত্যু নিয়ে দুঃখ অনুভব করতে না পারলেও, অন্ততপক্ষে মানুষের মৃত্যু নিয়ে হাসি তামাশা যেন না করি। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না। কেননা, এতে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ওই বিপদে আক্রান্ত করে দেবেন’ (তিরমিজি, রিয়াদুস সলিহীন : ১৫৭৭)। রাসুল (সাঃ) বিদ্বেষ পোষণ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। তিনি দোয়া করেছেন, ‘হে আল্লাহ। আমি তোমার কাছে অবিচার, দুর্ভাগ্য ও শত্রুর বিপদে আনন্দ করা থেকে আশ্রয় কামনা করছি।’ আল্লাহ আমাদের ভুলত্রুটি ক্ষমা করুন। ফেসবুক থেকে