সুমাইয়া ঐশী: [২] ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখনও মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ফলে এখনও বিরাট সংখ্যক ট্রাম্প সমর্থকেরা বিশ্বাস করেন, ২০২০ সালের নির্বাচন সুষ্ঠু হয়নি। এ থেকে ক্যাপিটল রায়টের মতো আবারও অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের বিচারকরা। সিএনএন, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউ ইয়র্ক টাইমস
[৩] এনিয়ে আদালতে যুক্তি-তর্কের সময় বিচার বিভাগের প্রসিকিউটররা এই দাবি করেন। চরমপন্থী ট্রাম্পসমর্থক দল প্রাউড বয়েজের একজন নেতার বিরুদ্ধে শুনানি ছিলো চলতি সপ্তাহে। সেই শুনানিতে ফেডারেল প্রসিকিউটর জেসন ম্যাককুলাও বলেন, ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর থেকে ডানপন্থী রাজনীতিতে তেমন উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আসেনি। তাই প্রাউড বয়েজ বা চরমপন্থী ট্রাম্পসমর্থকদের বিরাট সংখ্যক দলকে একত্রিত করার বিশাল সুযোগ আছে এখনও।
[৪] এর দ্বারা এটিই প্রমাণিত হয়, চরমপন্থী ট্রাম্প সমর্থকরা এখনও যুক্তরাষ্ট্রের জন্য একটি বিশাল হুমকি। ভবিষ্যতে আবারও তারা ভয়ানক কোনও কাণ্ড ঘটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এনিয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া ও নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল