শিরোনাম
◈ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়েছে ঘরবাড়ি ◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৯:২৪ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন (২৩-২৯ এপ্রিল) করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে বেলুন উড়িয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ লুৎফুন্নাহার লাকির সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলামসহ মেডিকেল অফিসারবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান এবারের পুষ্টি সপ্তাহের প্রথম দিন শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদে জুম্মার নামাজের বয়ানে ইসলামের দৃষ্টিতে সুস্বাস্থ্য ও পুষ্টি নিয়ে আলোচনা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে পুষ্টি বিষয়ক প্রচারণা করা হবে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা, স্বাস্থ্য কেন্দ্রে আসা ৫ বছরের কম বয়সী সকল শিশুদের আইএমসিআই নিউট্রিশন কর্ণারে উচ্চতা, ওজন, মুয়াক পরিমাপ এবং জিএমপি পুরণ এবং গর্ভবতী মহিলাদের এএনসি কর্ণারে পুষ্টি বিষয়ক বিশেষ কাউন্সেলিং করা হবে।

রবিবার মুক্তিযোদ্ধা ও বয়স্ক (ষাটোর্ধ) ব্যক্তিদের হেলথ চেকআপ, ব্লাড প্রেসার ও ব্লাড গ্লুকোজের মাত্রা নির্ণয়, সোমবার উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের পুষ্টি বিষয়ক বিশেষ পরামর্শ এবং সংশ্লিষ্ট সেবা প্রদান, জিএমপি কার্ড পুরন করা হবে। মঙ্গলবার উপজেলার তিনটি এতিমখানা ফুলসারা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা, বর্ণি-শাহাপুর ইসলামীয়া এতিমখানা এবং মাধবপুর মুসলিম এতিমখানায় পুষ্টিকর ইফতার বিতরণ করা হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক দুঃস্থদের মাঝে পুষ্টিবিষয়ক পরামর্শ প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়