শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১২:১৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে চ্যানেল আইয়ে ৭ দিনে ৭ ছবির প্রিমিয়ার

ইমরুল শাহেদ: সরকারি এবং বেসরকারি সব চ্যানেলই ঈদ আয়োজন বিনোদনমূলক অনুষ্ঠানমালার পর্ব প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজানো আয়োজনে সাত দিনে থাকবে সাতটি ছবির প্রিমিয়ার। এসব ছবির প্রায় সবগুলোই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত।

চ্যানেলটিতে ঈদের দিন প্রচার হবে ‘আহত ফুলের গল্প’। অন্ত আজাদ পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, ইকতারুল ইসলাম, শান্ত কুন্ড, শহিদুল ইসলাম তৌহিদুল আলম, গাজী রাকায়েত প্রমুখ। দ্বিতীয় দিন দেখানো হবে ‘তুমি আছো তুমি নাই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত প্রমুখ। এর পরদিন প্রিমিয়ার হবে আলোচিত ছবি ‘উনপঞ্চাশ বাতাস’। অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক, ফারিয়া শামস সেওতি প্রমুখ। পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল।

চতুর্থ দিন প্রচার হবে ‘আলাত চক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান প্রমুখ। পঞ্চম দিন থাকছে ‘কাঠবিড়ালি’, পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। অভিনয় করেছেন অর্চিতা স্পশিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, হিন্দোল রায়, শাহরিয়ার ফেরদৌস সজীব, তানজিনা রহমান তাসনিম প্রমুখ। ষষ্ঠ দিন প্রচার হবে বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির ‘প্রিয় কমলা’, নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। শেষ ছবিটি হলো ‘শাটল ট্রেন’। প্রদীপ ঘোষ নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক, সাদিয়া আফরো শান্তা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়