ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ১৫ হাজার ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ১০২ জন।
[৩] এ নিয়ে করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মোট শনাক্ত দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। মৃত্যুর দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ।
[৪] আগের দিন ভারতে ২ লাখ ৯৫ হাজার ৪১ জন শনাক্ত হয় যা ছিল বিশ্ব রেকর্ড। এ বছর ৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৮৯ হাজার ১৯৫ জন।
[৫] আনন্দবাজার বলছে, করোনাভাইরাসের ‘ডাবল মিউটেড’ ভ্যারিয়েন্টের আতঙ্ক কাটতে না কাটতেই এ বার ভারতে থাবা বসিয়েছে ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট (তিন স্ট্রেইন মিলে এক ভ্যারিয়েন্ট)।