সাব্বির খান: গতকাল মঙ্গলবার, ২১ বছরের বেশি বয়সী যে সব নিউইয়র্কবাসী কোভিড-১৯ টিকা নেয়ার সার্টিফিকেট দেখাতে পেরেছেন, তাঁদের মাঝে স্থানীয় সরকার বিনামূল্যে গাঁজা বিতরন করেছে। টিকা দেয়ার প্রমাণ দেখিয়ে ম্যানহ্যাটেনের নির্দিষ্ট একটা জায়গা থেকে এই গাঁজার সিগারেট সংগ্রহ করতে দেখা গিয়েছে শত শত নিউ ইয়র্কবাসীকে।
নিউ ইয়র্কাবাসীদের করোনা ভ্যাকসিন নিতে উৎসাহীত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে স্থানীয় প্রশাসন জানায়। ইতিপূর্বে ওয়াশিংটন এবং মিশিগানেও একই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। সরকারীভাবে আইন করে এই অভিনব উদ্যোগে সবাই অবাক হলেও টিকা নেয়ার ব্যাপারে জনগণের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দিপনা পরিলক্ষিত হয় এবং "গাঁবিটি"-কে একটি সফল প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করা হয়।
গত ৩১ শে মার্চ, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো একটি নতুন আইনে স্বাক্ষর করেন। আইনে ২১ বছরের উর্ধ্বে প্রাপ্তবয়স্কদের গাঁজা কিনতে এবং বাড়িতে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা চাষে অনুমতি দিয়ে একটি অনুমোদন জারি করা হয়।
ফেসবুক থেকে