শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৭:০৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘চাঁদা দাবি’ সংবাদ প্রকাশের পর মানবজমিন ও বাংলা টিভি প্রতিনিধিকে হত্যার হুমকি, থানায় জিডি

স্বপন দেব : [২] দৈনিক মানবজমিন ও বাংলা টিভি’র বড়লেখা উপজেলা প্রতিনিধি মো. রুয়েল কামালকে স-মিল থেকে ব্যবসায়ীর কাঠ লুটের সংবাদ প্রকাশের জেরে জুড়ীর তাজুল ইসলাম (৪৮) প্রাণনাশের হুমকি দিয়েছে।

[৩] সে জুড়ী উপজেলার জাঙ্গীরাই গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে। হুমকির ঘটনায় সাংবাদিক মো. রুয়েল কামাল মঙ্গলবার বিকেলে জুড়ী থানায় ওই যুবকের বিরুদ্ধে করেছেন।

[৪]জানা গেছে, গত ৩ এপ্রিল দৈনিক মানবজমিন পত্রিকায় ‘চাঁদা না পেয়ে ১০ লাখ টাকার গুঁড়ি নিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি মানবজমিন ছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকেও ফলাও করে ছাপা হয়। এর জের ধরে ওই আওয়ামী লীগ নেতার অনুসারী তাজুল ইসলাম বিভিন্নভাবে সাংবাদিক মো. রুয়েল কামালকে হুমকি-ধামকি দিতে থাকে। তোকে কে সাংবাদিক বানিয়েছে, নিউজ করা শিখাইমু, ইত্যাদি নানা আপত্তিকর শব্দ ব্যবহার করে মোবাইল ফোনে সে সাংবাদিক রুয়েলের হাত-পা কেটে ফেলার এবং বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়।

[৫] জুড়ীতে গেলে সে প্রাণে হত্যা কররে বলেও শাসায় এবং অশ্লীল গালিগালাজ করে। হুমকি-ধামকির ঘটনায় মঙ্গলবার বিকেলে রুয়েল কামাল হুমকি দাতা সন্ত্রাসীর বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন।

[৬] জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বুধবার দুপুরে জানান, মোবাইল ফোনে মানবজমিনের সাংবাদিককে হুমকির কল রেকর্ড শুনেছেন। তদন্ত চলছে, যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়