শিরোনাম
◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ যে যাই বলুক, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: ড. ইউনূস ◈ আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি: সিইসি ◈ ইসি থেকে সুখবর পেলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু ◈ দেশীয় স্পিনিং শিল্প রক্ষায় সুতা আমদানির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের উদ্যোগ ◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে শালিস বৈঠককে কেন্দ্র করে ইউপি কার্যালয়ে হামলা-ভাংচুর : গ্রেপ্তার এক

সাদ্দাম হোসেন :[২] জেলার সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদে শালিস বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনা ও ভাংচুরের ঘটনা ঘটে।

[৩] গত মঙ্গলবার এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে নুর হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে।

[৪] মামলার বিবরণে জানা যায়, ইউনিয়নের ঢোলারহাট বাজারের ব্যবসায়ি সুদীপ চন্দ্র বর্মন (৩৪) এর সাথে নুর হোসেনের দোকানে কেনা বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দিন দুজনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতি হয়।

[৫] এ বিষয় মিমাংসার জন্য চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন উভয় পক্ষকে ইউপি কার্যালয়ে বৈঠকে ডাকেন। সুদীপ চন্দ্র বর্মন কার্যালয়ে উপস্থিত হলেও নুর হোসেন মোবাইল ফোনে ২০/৩০ জনকে ডেকে হামলা চালায়।

[৬] এ সময় তারা ইউপি কার্যালয় হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করে।

[৭] পরে বিষয়টি রুহিয়া থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় ঢোলারহাট ইউপি চেয়ারম্যান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনকে অজ্ঞাত করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নুর হোসেনকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়