শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৩:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে শালিস বৈঠককে কেন্দ্র করে ইউপি কার্যালয়ে হামলা-ভাংচুর : গ্রেপ্তার এক

সাদ্দাম হোসেন :[২] জেলার সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদে শালিস বৈঠককে কেন্দ্র করে হামলার ঘটনা ও ভাংচুরের ঘটনা ঘটে।

[৩] গত মঙ্গলবার এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন বাদী হয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে নুর হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করে।

[৪] মামলার বিবরণে জানা যায়, ইউনিয়নের ঢোলারহাট বাজারের ব্যবসায়ি সুদীপ চন্দ্র বর্মন (৩৪) এর সাথে নুর হোসেনের দোকানে কেনা বেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই দিন দুজনের মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও পরে হাতাহাতি হয়।

[৫] এ বিষয় মিমাংসার জন্য চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন উভয় পক্ষকে ইউপি কার্যালয়ে বৈঠকে ডাকেন। সুদীপ চন্দ্র বর্মন কার্যালয়ে উপস্থিত হলেও নুর হোসেন মোবাইল ফোনে ২০/৩০ জনকে ডেকে হামলা চালায়।

[৬] এ সময় তারা ইউপি কার্যালয় হামলা চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ভাংচুর করে।

[৭] পরে বিষয়টি রুহিয়া থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় ঢোলারহাট ইউপি চেয়ারম্যান বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ১৫/২০ জনকে অজ্ঞাত করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নুর হোসেনকে গ্রেফতার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়