শিরোনাম
◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৮:০১ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকাল সাড়ে ১০টায় প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

এল আর বাদল : [২] মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ দল স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ বুধবার (২১ এপ্রিল) লড়াইয়ে নামবে পাল্লেকেল্লে স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াইয়ে আভাস দিয়েছেন টাইগার দলপতি মুমিনুল। বাংলাদেশের ক্রিকেটের আকাশে জমে থাকা মেঘ সরিয়ে ফেলতে দৃঢ় প্রত্যয়ী টাইগার সেনারা। দেশ ছাড়ার আগে এমন প্রত্যয়ের কথাই জানিয়ে গেছেন তারা।

[৩] লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সাদা পোশাকের ক্রিকেটকে ভিন্ন মাত্রা দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চালু করে টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে শীর্ষ দুই দল খেলবে শিরোপার জন্য। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ দল কোনো পয়েন্ট পায়নি। টেবিলে বাংলাদেশ থেকে এগিয়ে আছে গত কিছুদিন আগে সাদা পোশাকের মর্যাদা পাওয়া আফগানিস্তানও। তাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয় দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম পয়েন্ট পেতে মরিয়া বাংলাদেশ দল।

[৪] সম্প্রতি বাংলাদেশ দলের সাদা পোশাকের ফরম্যাটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। ব্যাটে-বলে দুই দিক থেকেই ব্যর্থ ছিলেন টাইগার ক্রিকেটাররা। অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতে এই টেস্ট সিরিজে দলের সাথে যেতে পারেননি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

[৫] দু’জনই আইপিএল নিয়ে ব্যস্ত। লঙ্কানদের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছে ২০ ম্যাচে। যেখানে টাইগারদের জয় মাত্র ১ ম্যাচে। বাংলাদেশ দলের শততম ওই টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়