শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২১, ০৮:৫৭ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২১, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টানা দ্বিতীয় হার কলকাতার

মাহিন সরকার: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দশম ম্যাচে সাকিব-রাসেলদের কলকাতা নাইট রাইডার্সকে ৩৮ রানে হারিয়েছে ডি ভিলিয়ার্স-ম্যাক্সওয়েলদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এটি টানা তৃতীয় জয় বিরাট কোহলিদের, বিপরীতে টানা দুই হার মরগানদের।

[৩] এদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার বিরাট কোহলি (৫) ও রজত পাতিদারের ১ রানে হারিয়ে বিপাকে পড়ে ব্যাঙ্গালোর। এরপর তবে দেবদূত পাডিকালকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন গ্লেন ম্যাক্সয়েল। পাডিকাল ২৫ রান করে ফিরলে ক্রিজে এবি ডি ভিলিয়ার্স।

[৪] গ্লেন ম্যাক্সওয়েলের তান্ডবের সাথে সঙ্গ দেন এবি। ম্যাক্সির ৭৮ (৪৯) রানে বিদায়ের পর কাইল জেমিনসনকে নিয়ে চার-ছয়ের ঝড় তোলেন এবি ডি ভিলিয়ার্স। মাত্র ৩৪ বলে ৩ ছয় ও ৯ চারে অপরাজিত ৭৬ রান করে দলকে ২০৫ রানের বিশাল সংগ্রহ এনে দেন তিনি।

[৫] কলকাতার হয়ে সাকিব ২ ওভার করে দেন ২৪ রান। এছাড়া বরুণ চক্রবর্তী ২ উইকেট, প্যাট কামিন্স ও প্রসিধকৃষ্ণািএকটি করে উইকেট নিলেও করেছেন খরুচে বোলিং।

[৬] ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন কলকাতার ওপেনার শুভমান গিল। ৯ বলে ২১ রান করে তিনি ফিরলে, ১১ বলে ১৮ রান করে ফিরেন নিতিশ রানা। সেই সঙ্গে রাহুল ত্রিপাঠি ২৫ রান করে সাজঘরে ফেরেন।

[৭] দলের যখন ৪ উইকেটের পতন ঘটে তখন ক্রিজে আসেন সাকিব। তবে সাকিব থাকা অবস্থায় দলকে বিপদে পেলে ২৩ বলে ২৯ রান করে ফিরেন অধিনায়ক ইয়ন মরগান। তবে ঝড়ো ইনিংস খেলে দলের রান বাড়াতে ব্যর্থ সাকিব। ১ ছক্কা ও ১ চারে ২৫ বলে ২৬ করে তিনি ফিরেন। তবে একপাশ থেকে রাসেল ২ ছক্কা ও ৩ চারে ২০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেললেও দল হারে ৩৮ রানে।

[৮] সংক্ষিপ্ত স্কোর : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ২০৪/৪ (২০)
ম্যক্সওয়েল ৭৮, ডি ভিলিয়ার্স ৭৬*
বরুণ ৩৯/২, কৃষ্ণ ৩১/১
কলকাতা নাইট রাইডার্স : ১৬৬/৮ (২০)
রাসেল ৪১, মরগান ২৯
জেমিসন ৪১/৩, হার্শাল ১৭/২
ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩৮ রানে জয়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়