আরিফুল ইসলাম:[২] ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় দুস্থ ও গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে নিজের মায়ের নামে একটি ফাউন্ডেশন চালু করেছেন এক ব্যবসায়ী ছেলে। তার নাম ফয়সাল আহমেদ মৃধা দুলাল। তিনি সরাইল সদরের স্বনামধন্য প্রতিষ্ঠান 'সম্রাট ফার্নিচার'-এর স্বত্বাধিকারী এবং সরাইল মহিলা কলেজের অন্যতম পরিচালক।
[৩] সায়েরা খাতুন মেমোরিয়াল ফাউন্ডেশন' নামে এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার প্রথম রোজার দিনে। কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বিভিন্ন পেশার মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।
[৪] আজ শুক্রবার এই ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যবসায়ী ফয়সাল আহমেদের নিজস্ব অর্থায়নে এই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। এই ফাউন্ডেশন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি এলাকা থেকে পরিচালনা করা হচ্ছে।
[৫] 'সায়েরা খাতুন মেমোরিয়াল ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়সাল আহমেদ মৃধা দুলাল বলেন, সায়েরা খাতুন হচ্ছেন আমার গর্ভধারিনী মা। আমার জীবনের বাকি দিনগুলো যেন অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি; এজন্যই মায়ের নামে এই ফাউন্ডেশন করেছি। আগামি দিনগুলোতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে এই ফাউন্ডেশন।
[৬] উল্লেখ্য, করোনা পরিস্থিতি শুরুর প্রথম থেকেই সরাইল উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে নানা পেশার ধনাঢ্য মানুষেরা যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন; সাহায্য করছেন অসংখ্য খেটে খাওয়া মানুষ ও মধ্যবিত্তদের। এবার তাদের দলে ভিন্ন আঙ্গিকে যোগ হলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফয়সাল আহমেদ মৃধা দুলাল।সম্পাদনা:অনন্যা আফরিন
আপনার মতামত লিখুন :