শিরোনাম

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার সবজি বিক্রেতাকে আটকের প্রতিবাদে শুক্রাবাদে বিক্ষোভ

মাসুদ আলম : [২] বৃহস্পতিবার সকাল ১০টায় ধানমন্ডির শুক্রাবাদ কাঁচাবাজার থেকে চার সবজি বিক্রেতাকে ধরে নিয়ে যায় শেরে বাংলানগর থানা পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো.মাহবুবুর রহমানের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন অন্য ব্যবসায়ীরা।

[৩] ব্যবসায়ীরা অভিযোগ করেন, সকাল ৯টায় দোকান খোলার পর শুক্রাবাদ কাঁচা বাজারের সবজি বিক্রেতা কুদ্দুস, ফরিদ, সম্রাট, নোমান নামে চারজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাঁচা বাজার এবং মুদি দোকান খোলা রাখার অনুমতি আছে। পুলিশ এসে বিনা কারণে সবজি বিক্রেতাদের হয়রানি করছে। গতকালও তিনজনকে ধরে নিয়ে গিয়েছিল। পরে অনেক রাতে তাদের ছেড়ে দিয়েছে।

[৪] শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি বলেন, সরকার নির্দেশিত প্রজ্ঞাপনের বাইরে পুলিশ কোনো পদক্ষেপ নিইনি। যাদের ধরে আনা হয়েছে তারা ফুটপাতের ব্যবসায়ী। মূলত সবাইকে সচেতন করার জন্য তাদের আনা হয়েছে। কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়