শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:১৭ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালকা অনুশীলনের অনুমতি পেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক: [২] হালকা অনুশীলন করতে চিকিৎসকের অনুমতি পেলেন ইংল্যান্ডের পেস বোলার জোফরা আর্চার। গত ২৯ মার্চ তার ডান হাতের আঙুলে অস্ত্রোপচার করানো হয়।

[৩] তবে এই ফাস্ট বোলার কবে আবার খেলা শুরু করতে পারবেন তা এখনও অনিশ্চয়তার মধ্যে। জানুয়ারিতে ভারতে রওনা দেওয়ার কদিন আগে নিজ বাসায় অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করতে গিয়ে কাঁচের টুকরায় হাত কেটে ফেলেন বিশ্বকাপ জয়ী আর্চার।

[৪] অবশ্য ওই অবস্থাতেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেন ডানহাতি পেসার। এছাড়া ডান কনুইয়ের চোটও ভুগিয়েছে তাকে। পরে ওয়ানডে না খেলেই দেশে চলে যান আর্চার। সেখানেই অস্ত্রোপচার করিয়েছেন ডানহাতের মধ্যমায়।

[৫] ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, এই সপ্তাহে সে হালকা অনুশীলনে ফিরবে, সাসেক্স ও ইংল্যান্ড পুরুষ দলের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবে সে। পরের সপ্তাহ থেকে সে বোলিংয়ে ধার খুঁজে পাবে বলে আশা করা হচ্ছে।’

[৬] এই অস্ত্রোপচারের কারণে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল শুরু করতে পারেননি আর্চার। দলের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা আশাবাদ ব্যক্ত করে জানান, ইংলিশ পেসারকে পাবেন তারা। কিন্তু তার ফিটনেস নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়