এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার কারণে দিনাজপুর জেলা দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ কালু'কে সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার। যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ন. ম. বজলুর রশীদ কালু কে প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশীদ কালু দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন। সে কারণে তাকে বুধবার বহিষ্কার করা হয়।
এই আসনে বিএনপি'র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিষয়টি বিরল উপজেলা বিএনপি'র সভাপতি বাবুল হোসেনের ভেরিফাইড ফেসবুকে বুধবার রাতে দেওয়া পোস্ট থেকে নিশ্চিত হওয়া গেছে।