স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনকে কার্যকর ও পৌরশহরকে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়। সোমবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
[৩] করোনার দ্বিতীয় ধাপে ভয়াবহ সংক্রমণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউনের নিয়ম মেনে চলতে জনসাধারণকে সচেতন করতে নানা সিদ্ধান্ত গৃহিত হয়। করোনার লকডাউন নিয়ে কোন গুজব ও কেউ স্বাস্থ্যবিধি না মানলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
[৪] কুলাউড়া পৌর শহরে যানজট নিরসনে সড়কের পাশে থাকা সিএনজি অটোরিকশা , পিকআপ, ট্রাকের স্ট্যান্ড অপসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা সিদ্ধান্ত হয়।
[৫] লকডাউনের সময় আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ জানান পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানগণ।
[৬] এছাড়া সভায় পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে মরাগুগালী খাল পুনখনন ও অবৈধ দখল থেকে উদ্ধারের জন্য পানি উন্নয়নবোর্ডের কর্মকর্তাদের নিয়ে ওই খাল এলাকাটি পরিদর্শন করেছি। পৌর শহরের যানজট নিরসনে সড়কের পাশে যত স্ট্যান্ড রয়েছে সেগুলো অপসারণে প্রশাসনসহ সকলের সহায়তা চান মেয়র।
[৭] কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, গত মার্চ মাসে কুলাউড়ায় ১টি ধর্ষণ মামলা, হেফাজতের হরতালে পুলিশ সদস্যকে আহত করায় থানায় ১২ জনকে আসামী করে একটি পুলিশ এসল্ট মামলা করা হয়েছে। এ মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে পৌর এলাকার পূর্ব বাদে মনসুরে ৭টি দোকানে চুরি ঘটনায় আমরা বিষয়টি খতিয়ে দেখছি। গত কয়েক মাসের চেয়ে সম্প্রতি কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো। লকডাউনে সরকারি নির্দেশনা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মাঠে কঠোর অবস্থানে থাকবে।
[৮] উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, রমজানে ও লকডাউনে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে। লকডাউনের ঘোষিত নির্দেশনা মানতে মানুষকে সচেতন করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ভূমিকা রাখতে তিনি অনুরোধ জানান। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন কার্যকর করতে আইন অনুযায়ী কঠোর হবে প্রশাসন।