আবুল কালাম: [২] নতুন বাজার এলাকায় ভোরে অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেট টাপেনডল ট্যাবলেটসহ আব্দুল মতিন(৩২) কে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
[৩] আটককৃত মতিন চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
[৪] র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে যে, একটি চক্র দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক বিক্রি করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছে বিক্রির উদ্দেশ্যে থাকা টাপেনডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
[৫] তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ