শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ থেকে চালু হচ্ছে রাজধানীর উত্তর সিটির পাচঁটি মাতৃসদনে টেলিমেডিসিন সেবা 

শাহীন খন্দকার: [২] আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত উত্তর সিটি কর্পোরেশন নিজেদের পাঁচটি নগর মাতৃসদন থেকে করোনা ভাইরাস সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য টেলিমেডিসিন সেবা চালু করছে।

[৩] সিটি কর্পোরেশনের ৫টি নগর মাতৃসদন থেকে এই সেবা নিতে পারবেন নগরবাসী। আজ শুক্রবার থেকে প্রতিদিন ২৪ ঘণ্টা এই সেবা দেওয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএনসিসি।

[৪] সিটি কর্পোরেশন জানায়, টেলিমেডিসিন সেবাদানের জন্য প্রতিটি মাতৃসদনে তিন জন চিকিৎসক পালাক্রমে ২৪ ঘণ্টা সেবাদানের জন্য নিয়োজিত থাকবে। এই টেলিমেডিসিন সেবা আজ সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

[৫] জনসাধারণের সুবিধার্থে টেলিমেডিসিন সেবাদানের জন্য নির্ধারিত মাতৃসদনের টেলিফোন নাম্বারগুলো: (১) নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার,টেলিফোনঃ ৫৮৩১৪৯৩৩ (২)নারী মৈত্রী, নগর মাতৃসদন,৩/৫খ বাঁশবাড়ি, মোহাম্মদপুর, টেলিফোনঃ ০১৩১১৯৪৬৪৩২।

[৬] (৩).ঢাকা আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ি, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোনঃ ০১৩০১-৫৯৬৮৩৯; ৪) নগর মাতৃসদন,জে-২/এ,বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোনঃ ০১৭৭০-৭২২১৯৪ ।

[৭] (৫) পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোনঃ ০১৩১৪-৭৬৬৫৪৫। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে এ সকল টেলিফোন নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়