ক্যাম্পাস প্রতিনিধি: ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) ২০২১-২২ সেশনের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২.০০ ঘটিকায় ঢাকা কলেজ সাংবাদিক সমিতির কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি বিল্লাল হোসেন সাগর এবং সাধারণ সম্পাদক এ জেড ভূঁইয়া আনাসের নিকট দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি মাহমুদুল হাসান। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে ঢাকসাসের অফিসে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দায়িত্ব গ্রহণ করেন নতুন কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকসাসের সাবেক সহ-সভাপতি কেফায়েত শাকিল, নতুন কমিটির সহ-সভাপতি আবদুর রহিম, অর্থ সম্পাদক আবদুল হাকিম, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান তামিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।