সমীরণ রায়: [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এই দু’টি চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কাজের সুসমন্বয় এবং দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। করোনার এই অবনতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে ঢিলেঢালা ভাব ও উদাসীনতার বিরুদ্ধে লকডাউন নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করার নির্দেশ দেন তিনি।
[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। করোনা মোকাবেলায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
[৪] সবকিছুতে সরকারের ওপর দায় চাপানোর মাধ্যমে বিএনপি তাদের দায়িত্বহীনতা প্রকাশ করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বিএনপির মহাসচিব লঞ্চডুবির সঙ্গে প্রাকৃতিক দুর্যোগকেও মিলিয়ে ফেলেছেন। কোনটি সরকারের দায়, কোনটি নয়-সেটিও বিবেচনায় নেওয়ার সক্ষমতা হারিয়েছে বিএনপি।
[৫] তিনি আরও বলেন, সরকার জনঘনিষ্ঠ যেকোনো ইস্যুতে সবার আগে রেসপন্স করে। দুর্যোগে মানুষের পাশে সবার আগে সহযোগিতা নিয়ে এগিয়ে যায় আওয়ামী লীগ। ঘরে বসে লিপ সার্ভিস দিয়েই বিএনপি নিজেদের দায়িত্ব শেষ করে।
[৬] সেতুমন্ত্রী বলেন, কক্সবাজারের উন্নয়ন শেখ হাসিনা সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন করেছে এবং চলমান রয়েছে, তা কক্সবাজারের ইতিহাসে হয়নি।
[৭] মঙ্গলবার সকালে ৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড হতে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধন শেষে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।