শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১১:২৬ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কেট খোলার দাবিতে বিক্ষোভ করেছেন গাউছিয়া ও নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা

মহসীন কবির:[২] মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবিতে গাউছিয়া ও নিউমার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করার জন্য জড়ো হন ব্যবসায়ীরা। ডিবিসি টিভি

[৩] গাইছিয়া মার্কেট সমিতির সভাপতি দুপুরে গণমাধ্যমকে বলেন, সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবি জানিয়েছি। এখনও সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

[৪] নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘সরকার বলছে এক সপ্তাহের লকডাউন। অথচ সোমবার সকাল থেকে আমরা দেখছি তা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। শিল্পকারখানা খোলা, গাড়ি চলছে, সবই চলছে শুধু মার্কেট বন্ধ। দোকানপাট বন্ধ রাখতে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হবে এটা কোন কথা? সব খোলা রেখে দোকান বন্ধ রাখবে এটা হতে পারে না। যদি লকডাউন হয় তাহলে শতভাগ লকডাউন হোক। আর যদি অনেক কিছু খোলা থাকে তবে মার্কেট খোলা রাখতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখতে চাই। মঙ্গলবার নিউমার্কেট, তেজগাঁও, কলাবাগান, ধানমন্ডি থানা এলাকার মার্কেট হলিডে। বুধবার থেকে দিনে অন্তত ৪ ঘণ্টা করে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি। দেশ রূপান্তর

[৫] এর আগে গতকাল সোমবার বিধিনিষেধের মধ্যেও দোকানপাট খোলা রাখার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এর মধ্যে দোকান খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর নিউমার্কেট, পুরান ঢাকার ইসলামপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকার কয়েকশ ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়