মহসীন কবির:[২] মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবিতে গাউছিয়া ও নিউমার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করার জন্য জড়ো হন ব্যবসায়ীরা। ডিবিসি টিভি
[৩] গাইছিয়া মার্কেট সমিতির সভাপতি দুপুরে গণমাধ্যমকে বলেন, সরকারের কাছে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলার দাবি জানিয়েছি। এখনও সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
[৪] নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, ‘সরকার বলছে এক সপ্তাহের লকডাউন। অথচ সোমবার সকাল থেকে আমরা দেখছি তা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। শিল্পকারখানা খোলা, গাড়ি চলছে, সবই চলছে শুধু মার্কেট বন্ধ। দোকানপাট বন্ধ রাখতে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হবে এটা কোন কথা? সব খোলা রেখে দোকান বন্ধ রাখবে এটা হতে পারে না। যদি লকডাউন হয় তাহলে শতভাগ লকডাউন হোক। আর যদি অনেক কিছু খোলা থাকে তবে মার্কেট খোলা রাখতে হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখতে চাই। মঙ্গলবার নিউমার্কেট, তেজগাঁও, কলাবাগান, ধানমন্ডি থানা এলাকার মার্কেট হলিডে। বুধবার থেকে দিনে অন্তত ৪ ঘণ্টা করে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করছি। দেশ রূপান্তর
[৫] এর আগে গতকাল সোমবার বিধিনিষেধের মধ্যেও দোকানপাট খোলা রাখার দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এর মধ্যে দোকান খোলা রাখার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর নিউমার্কেট, পুরান ঢাকার ইসলামপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকার কয়েকশ ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।