মাহিন সরকার: [২] বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস জিমন্যাস্টিকসে চতুর্থ সোনা জিতেছেন নূর আক্তার বানু।
[৩] রোববার ৪ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১০.২৫ স্কোর করে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের এ জিমন্যাস্ট। এ ইভেন্টে রুপা জয়ী বাংলাদেশ পুলিশের সোনিয়া আক্তারের স্কোর ১০.১০। ব্রোঞ্জ জেতেন বাংলাদেশ আনসারের শান্তা ইসলাম (৯.৮০)।
[৪] তার আগে মেয়েদের ব্যক্তিগত ব্যালেন্স বীমা, অল-অ্যারাউন্ড ও দলগত আর্টিস্টিকস ইভেন্টে সোনা জিতেন নূর আক্তার বানু।
[৫] ছেলেদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে ১১.৯০ স্কোর করে প্রথম হয়েছেন সাজিদ হক। রৌপ্য জিতেছেন বাংলাদেশ পুলিশের আবু সাইদ রাফি। তার স্কোর হলো ১১.৭০। ব্রোঞ্জ জেতা শেরপুর বিভাগের ভানুম নুয়ামের স্কোর হলো ১১.০৫। এর আগে ছেলেদেও হাইবার ইভেন্টে স্বর্ন জিতেছেন সাজিদ।