রাহুল রাজ:[২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কুস্তি ডিসিপ্লিনে ইভেন্টের দ্বিতীয় দিনে শনিবার, ৩ এপিল, চারটি ইভেন্টের ফল নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ আনসার তিনটি ও বাংলাদেশ সেনাবাহিনী একটি স্বর্ণপদক পেয়েছে।
[৩]৫৩ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের মাশিনু মারমা স্বর্ণপদক জিতেছেন। রৌপ্যপদক জিতেছেন সেনাবাহিনীর ফরিদা ইয়াসমিন। আর ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের রহিমা ও খুলনার সুমি ইসলাম।
[৪]৫৭ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের রেজিয়া সুলতানা স্বর্ণপদক জিতেছেন। সেনাবাহিনীর হালিমা রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের হাবিবা ও রাজশাহীর তাসলিমা ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
[৫]৫৯ কেজি ওজন শ্রেনীবাংলাদেশ সেনাবাহিনীর শারমিন আক্তার স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ আনসারের মরিয়ম আক্তার পেয়েছেন রৌপ্যপদক। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের পুষ্পলতা রায় ও কুমিল্লার নিপা চাকমা।
[৬]৬২ কেজি ওজন শ্রেনীতে বাংলাদেশ আনসারের শুকান্তি বিশ্বাস স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর আফসানা ইয়াসমিন রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের রুপা বিশ্বাস ও যশোরের কমলা আক্তার ব্রোঞ্জ পদক জিতেছেন।