রাকিবুল রিফাত: [২] ব্রাজিলে একদিনে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশী। প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। সাওপাওলোতে ব্রাজিলের অন্যতম বৃহৎ কবরস্থান মৃতদের সৎকারের জন্য নতুন করে সংস্কার করা হচ্ছে। টিআরটি ওর্য়াল্ড
[৩] ব্রাজিলে সৎকারে কবর দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়মানুসারে দাহও করা হচ্ছে। বর্তমানে ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৭৯১। মৃতের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৫৫৯। করোনা শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল ২য় অবস্থানে রয়েছে।
[৪] মৃতদেহ সৎকারে দায়িত্বরত পৌর কর্মকর্তা জানান, সংস্কার করা সমাধিস্থানে সৎকার করা নিয়ে কোন সমস্যা হবে না। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল