শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টও ড্রয়ের দিকে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কার বিপক্ষে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ক্রেইগ ব্রাথওয়েট। দ্বিতীয় ইনিংসেও পৌঁছে গেছিলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের অতি নিকটে। তবে চতুর্থ দিনের শেষদিকে লঙ্কান পেসার দুশমন্ত চামিরার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ১৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক।

[৩] ব্রাথওয়েট আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও অ্যান্টিগা টেস্টে সুবিধাজনক স্থানেই আছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৭৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। জবাবে কোনও উইকেট না হারিয়ে ২৯ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। আজ শেষ দিনে লাহিরু থিরিমান্নে ১৭ এবং দিমুথ করুনারত্নে ১১ রান নিয়ে ব্যাট করতে নামবেন।

[৪] জয়ের জন্য তাদেরকে আরও করতে হবে ৩৪৮ রান। আর উইন্ডিজের দরকার ১০টি উইকেট। অন্যথায় ড্র! উল্লেখ্য, দুই দলের মধ্যকার প্রথম টেস্টটিও ড্র হয়।

[৫] এর আগে ব্রাথওয়েটের সেঞ্চুরি এবং রাহকিম কর্নওয়ালের ফিফটিতে প্রথম ইনিংসে ৩৫৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩১১ বলের মোকবেলায় ১৩ চারের সাহায্যে ১২৬ রানে আউট হন ব্রাথওয়েট। দারুণ বোলিং করে শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট তুলে নেন সুরাঙ্গা লাকমল। এছাড়াও দুশমন্ত চামিরার শিকার ৩ উইকেট।

[৬] জবাব দিতে নেমে ২৫৮ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ করেন লাহিরু থিরিমান্নে। এছাড়াও ৫১ রানের আরও একটি ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। কেমার রোচ নেন ৩টি উইকেট। আলজারি জোসেফ এবং জেসন হোল্ডারের শিকার দুটি করে উইকেট।

[৭] ৯৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাথওয়েটের সর্বোচ্চ ৮৫ রানের পাশাপাশি জেসন হোল্ডার ৭১ ও কাইল মায়ার্স ৫৫ রান করেন। সেই সঙ্গে ৪ উইকেটে ২৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। লাকমল ও চামিরা দুটি করে উইকেট শিকার করেন। - ক্রিকইনফো/ একুশেটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়