শিরোনাম
◈ তারেক রহমানের জন্য 'ট্রাভেল পাসের' প্রসঙ্গ কেন, পাসপোর্টের কী হলো? ◈ উখিয়া–টেকনাফ সীমান্ত দিয়ে আবারও ২৪ রোহিঙ্গার অনুপ্রবেশ, বাড়ছে স্থানীয়দের উদ্বেগ ◈ বাংলাদেশি ব‌লে গালি দিয়ে বাংলাভাষী ভারতীয় মুসলিম তাড়ানোয় হতাশা ওড়িশায় ◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ০৬:৫৮ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোরগঞ্জ ও নওগাঁয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৮০

মুরাদ হাসান :[২] পুলিশের সঙ্গে হেফাজত কর্মী নিহতের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। এসময় পুলিশ বাধা দিতে গেলে কিশোরগঞ্জ ও নওগাঁয় দফায় দফায় সংঘর্ষ হয়।

[৩] কিশোরগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুর থেকে শহরের একরামপুর, পুরান থানাসহ আশপাশের এলাকায় সংঘর্ষ হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার-সেল ও শটগানের ফাঁকা গুলি ছোঁড়ে।

[৪] সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের অনুমতি ছাড়া সহস্রাধিক বিএনপি নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। বাধা দিলে তারা পুলিশকে লক্ষ করে পাথর ছুঁড়ে। এসময় এক পরিদর্শকসহ বেশ কয়েকজন আহত হন।

[৫]নওগাঁ থেকে আশরাফুল নয়ন জানান, মঙ্গলবার দুপুরে শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির অর্ধশতাধিক কর্মী আহত হয়েছেন।

[৬] বিএনপি নেতারা বলেন, বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল বিএনপির পার্টি অফিসে এসে একত্রিত হয়। পরে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাইলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

[৭] নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, মিছিল বের করতে নিষেধ করা হয়েছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতেই এমনটা করা হয়। কয়েকজন পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়