মিনহাজুল আবেদীন: [২] সোমবার ইউটিউবে দেওয়া এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক বলেন, ইংরেজির চেয়ে আরবি ভাষাকে বেশি গুরুত্ব দিতে হবে। সব স্কুল-কলেজে বিজ্ঞান পড়ানোর পাশাপাশি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখাতে হবে।
[৩] মামুনুল হক বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ইংরেজি ভাষার প্রয়োজন থাকলে, তার দশগুণ বেশি দরকার আরবি ভাষার। এটি আমাদের চাকরির জন্য দরকার নয়, রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য প্রয়োজন।
[৪] তিনি বলেন, কওমী মাদ্রাসা আগে স্বাধীন ছিলো। এখনো রয়েছে, ভবিষ্যতেও থাকবে। তবে মাদ্রাসার ছাত্রদের প্রলোভন এবং খবরদারি করা থেকে বিরত থাকতে হবে।
[৫] তিনি আরও বলেন, যত বাড়াবাড়ি করা হোক না কেন, মৃত্যুরপরে আরবি ভাষা ছাড়া অন্য কোনও ভাষার দাম নেই। পরকালের কথা সবাইকে একটু চিন্তা করা উচিত। সম্পাদনা : রাশিদ