শিরোনাম
◈ আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা বহাল ◈ ইং‌লিশ লি‌গে অ‌নেক ক‌ষ্টে জিত‌লো আর্সেনাল ◈ ঢাকার উদ্বেগ: বাংলাদেশে ‘ভারতবিরোধী স্রোত’, দিল্লির গভীর উদ্বেগ ফেব্রুয়ারির নির্বাচন কি সহিংসতায় ব্যাহত হবে? ◈ ১০ জনের সেভিয়ার বিরু‌দ্ধে রিয়াল মাদ্রিদের জয়, রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে ◈ হালান্ডের কীর্তির দিনে ও‌য়েস্ট হ‌্যা‌মের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির জয় ◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১২:৩০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম নগরীতে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

রাজু চৌধুরী: হেফাজত ইসলামের ডাকা হরতাল ও নৈরাজ্য প্রতিরোধে কোতোয়ালী থানা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ-সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে মিছিলটি নগরের ডিসি হিল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিনপুলের মাথায় শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন বলেন, হেফাজত নামের উগ্র মৌলবাদ ও জঙ্গিবাদী সংগঠনটি চট্টগ্রামের হাটহাজারী, পটিয়াসহ বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে। তারা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশের বিভিন্ন জায়গাতে হেফাজতের নেতারা থানা, ভূমি অফিসে হামলা চালানোর পাশাপাশি রেললাইন উপড়ে ফেলেছে।

বক্তারা আরো বলেন, উগ্র ধর্মান্ধ হেফাজত, জামায়াত-শিবির মিলে একাকার।চট্টগ্রামের পবিত্র মাটিতে জঙ্গিবাদী হেফাজতের নৈরাজ্য কোনোভাবেই সহ্য করা হবে না।

তারা ধর্মের ঢাল ব্যবহারকারী স্বাধীনতাবিরোধী শক্তি। স্বাধীনতার ৫০ বছর পরও মৌলবাদীদের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে, তাই অচিরেই তাদের স্বমূলে উৎপাটন করতে হবে।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য একেএম আজগর আলী, প্রশান্ত চৌধুরী যীশু, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নাছির উদ্দিন ফাহিম, এম কুতুব উদ্দিন, স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, পংকজ রায়, তসলিম উদ্দিন, ইকবাল আহমেদ ইমু, আমিন মো. সাইফুদ্দীন, সেলিম উদ্দিন জয়, মুন্না শাহা, মো. জাহেদ, হোসাইন আহমেদ রুবেল, মো. কামরুল হাসান, মকবুল হোসেন, শেখ তৌহিদুল ইসলাম আরদিন, সাঈদ হাসান তুষার, মনির ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, মায়মুন উদ্দিন মামুন, জোবাইদুল আলম আশিক, শাহরিয়ার নিলয় চৌধুরী, রুবেল হোসেন, শুভ ঘোষ, জাহিদ হাসান সাইমুন, আবদুল্লাহ আল সাইমুন, ইমরান হোসেন সাজেন, এমইউ সোহেল, মনির উদ্দিন মনির, নুরুদ্দিন রাকিব, আবসার উদ্দিন রতন, নিয়াজ উদ্দিন তামিম, জাবেদ আলম আলিফ, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, শাফায়েত হোসেন রাজু, মোস্তফা তারেক, নাজিম উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়