শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি ◈ রাজধানীতে আবারও বাসে আগুন 

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরতাল চলাকালে রাস্তায় বসে কোরআন তিলাওয়াত করলো মাদ্রাসা ছাত্ররা

অনলাইন ডেস্ক: সারা দেশে হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল চললেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে।

কয়েকটি স্থানে বিক্ষিপ্ত মিছিল করেছে হেফাজতে ইসলাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা দেশেই পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।

হেফাজত ইসলামের ডাকা হরতাল চলাকালে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা গেছে, তলোয়ার হাতে ঘোড়ার ওপরে উঠে মিছিলের সামনে থেকে এগিয়ে যাচ্ছেন এক মাদরাসাছাত্র।

ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গেছে, পাঞ্জাবি আর টুপি পরা কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে বসে থাকা পুলিশ সদস্যদের মধ্যে কলা বিতরণ করছে। এই ছবি শেয়ার দিয়ে অনেকেই বলছেন, এভাবে হরতাল পালন করা শন্তিপূর্ণ।

ভাইরাল হওয়া আরো একটি ছবিতে দেখা গেছে, কয়েকজন মাদ্রাসছাত্ররা রাস্তার মাঝে পাটি বিছিয়ে ছোট টেবিল নিয়ে কোরআন তিলাওয়াত করছেন। হরতালের মধ্যে রাস্তায় বসে পড়ার এমন বিরল দৃশ্যটি কোথায় তা যাচাই করা যায়নি। তবে এক ব্যক্তি ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, গত কয়েকদিনে নিহত মাদরাসাছাত্রদের জন্য দোয়া করতে কোরআন খতম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়