শিরোনাম
◈ ভাঙচুর-অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরো দায় নিতে বললেন মির্জা ফখরুল ◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরতাল চলাকালে রাস্তায় বসে কোরআন তিলাওয়াত করলো মাদ্রাসা ছাত্ররা

অনলাইন ডেস্ক: সারা দেশে হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল চললেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে।

কয়েকটি স্থানে বিক্ষিপ্ত মিছিল করেছে হেফাজতে ইসলাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা দেশেই পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকসহ বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে।

হেফাজত ইসলামের ডাকা হরতাল চলাকালে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা গেছে, তলোয়ার হাতে ঘোড়ার ওপরে উঠে মিছিলের সামনে থেকে এগিয়ে যাচ্ছেন এক মাদরাসাছাত্র।

ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গেছে, পাঞ্জাবি আর টুপি পরা কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে বসে থাকা পুলিশ সদস্যদের মধ্যে কলা বিতরণ করছে। এই ছবি শেয়ার দিয়ে অনেকেই বলছেন, এভাবে হরতাল পালন করা শন্তিপূর্ণ।

ভাইরাল হওয়া আরো একটি ছবিতে দেখা গেছে, কয়েকজন মাদ্রাসছাত্ররা রাস্তার মাঝে পাটি বিছিয়ে ছোট টেবিল নিয়ে কোরআন তিলাওয়াত করছেন। হরতালের মধ্যে রাস্তায় বসে পড়ার এমন বিরল দৃশ্যটি কোথায় তা যাচাই করা যায়নি। তবে এক ব্যক্তি ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, গত কয়েকদিনে নিহত মাদরাসাছাত্রদের জন্য দোয়া করতে কোরআন খতম চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়