শিরোনাম
◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোতাহার তালুকদারের একুশে পদক প্রাপ্তিতে গুণিজন সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মোতাহার হোসেন তালুকদার দেশের সর্বোচ্চ পুরস্কার একুশে পদকে (ভাষা আন্দোলন) ভূষিত (মরণোত্তর) হয়েছেন। তার একুশে পদক প্রাপ্তিতে বাহুকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন করে গুণিজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

[৩] শনিবার (২৭ মার্চ) রতনকান্দি ইউনিয়নের বাহুকা উচ্চ বিদ্যালয় মাঠে এই গুণিজন সংর্বধনা অনুষ্ঠিত হয়। মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।

[৪] জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ সহচর, সাবেক জেলা গভর্নর ও জাতীয় পরিষদ সদস্য মোতাহার হোসেন তালুকদার ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় সরকার তাকে দেশের সর্বোচ্চ পদকে ভূষিত করে। এ জন্য বক্তরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

[৫] অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা পরিষদ সদস্য রব্বানী তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়