মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: [২] মির্জাগঞ্জে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় লেগে হাদিস (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের মন্টু নিগামানের ছেলে। এসময় তার সাথে থাকা মোঃ ফয়সাল (২১) একজন গুরুতর আহত হয়।
[৩] ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ জানান, ওই দু’জনই বাকেরগঞ্জ একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করত।শনিবার রাতে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে তারা বাড়ি উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার মহিষকাটা পর্যন্ত পৌঁছালে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিস কে মৃত ঘোষণা এবং ফয়সালের অবস্থা আশঙ্কাজনক দেখে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।
[৪] এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি