শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০৫:০৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলি করলে আগে আমার বুকে প্রথমে গুলি করুন, আমি বুক পেতে দিলাম, বললেন পীর মধুপুরী (ভিডিও ভাইরাল)

ডেস্ক রিপোর্ট : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল হামিদ পীর মধুপুরী থানার ওসিকে বললেন,গুলি করলে আমাকে প্রথম গুলি করো, আমি বুক পাইতা দিলাম। খুনি হাসিনা কতদিন দেশে থাকবে আমি জানিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণকে কেন্দ্র করে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ও নিহতের ঘটনার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম মুন্সিগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

এতে নেতৃত্বে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল হামিদ পীর মধুপুরী।

আজ শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে সমাবেশ হওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় বড়বর্তা বালুর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাওলানা বশির আহমেদ, সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, সেক্রেটারি মাওলানা মুফতি আবুল হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউনুস আহমেদ, হোসাইন আহমেদ ইছাকি, নিমতলা মাদরাসার মাওলানা জিয়াউল হক কাছেমী সহ অনেকে।

সমাবেশে আব্দুল হামিদ বলেন, গত শুক্রবার বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আমাদের ৫ জন ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা যদি শান্তিতে থাকতে চান তাহলে শান্তিপূর্ণ মিছিলে বাঁধা দিবেন না। আর কত মায়ের বুক খালী করবেন। ইসলামের শত্রু, মুসলিম জাতির চির শত্রু, মোদির আগমন ও তৌহিদী জনাতার উপর হামলার প্রতিবাদে আজ এই সমবেশ ও বিক্ষোভ করা হলো।

সমাবেশে দেশ ও জাতির শান্তি কামনা ও সংঘর্ষে নিহত ছাত্রদের জন্য দোয়া করা হয়। সমাবেশের আগে মধুপুর মাদরাসা থেকে একটি মিছিল মধুপুর পীরের নেতৃত্বে কুচিয়ামোড়া ইকবাল মার্কেটে এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়