শিরোনাম
◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১১:১৭ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ‌দের আত্মত্যাগ দেশ গঠ‌নে নব প্রজ‌ন্মের প্রেরণা: চসিক মেয়র রেজাউল ক‌রিম

রাজু চৌধুরী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপল‌ক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনা‌রে ফুল দি‌য়ে শহীদ‌দের প্রতি শ্রদ্ধা নিবেদন ক‌রেন চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল ক‌রিম চৌধুরী।

এরপর তি‌নি চসিক কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপ‌তি জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃ‌তি‌তে ফুল দি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

নগরবাসী‌কে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জা‌তির জন‌কের জন্মশতবা‌র্ষিকীর শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ব‌লেন, স‌চেতন নাগ‌রিক সমাজ গঠ‌নের মধ্য দি‌য়ে সুখী,সমৃদ্ধ,প‌রিচ্ছন্ন,নান্দ‌নিক ও শা‌ন্তি-‌সৌহার্দ্যময় চট্টগ্রাম মহানগর গ‌ড়ে তোলা হোক ই‌তিহা‌সের এ মাইলফল‌কে এ‌সে আমা‌দের প্রত্যয়।

তি‌নি আ‌রো ব‌লেন, শহীদ‌দের আত্মব‌লিদান দেশ গঠনে প্রজ‌ন্মের প্রেরণা। মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় বাংলা‌দেশ এ‌গি‌য়ে যা‌চ্ছে, এ‌গি‌য়ে যা‌বে। একাত্ত‌রের পরা‌জিত শ‌ক্তি ও দেশী বি‌দেশী নানা চক্রা‌ন্তের জাল ছিন্ন ক‌রে জা‌তির জন‌কের কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনা বাংলা‌দেশ‌কে জা‌তির পিতার আদ‌র্শের স্রোতধারা বে‌য়ে উন্নয়ন ও গণত‌ন্ত্রের ‌মোহনায় নি‌য়ে এ‌সে‌ছেন। কোন অপশ‌ক্তিই আর আমা‌দের পিছ‌নের দি‌কে টান‌তে পার‌বেনা।

চ‌সি‌কের ভারপ্রাপ্ত স‌চিব নজরুল ইসলাম, ওয়ার্ড কাউ‌ন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ম‌হিলা কাউ‌ন্সিলর রুম‌কি সেনগুপ্ত, মেয়‌রের একান্ত স‌চিব আবুল হা‌শেম, উপ-প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ুন ক‌বির, উপ প্রধান প‌রিচ্ছন্ন কর্মকর্তা মোর‌শেদুল ইসলাম এসময় তার সা‌থে উপ‌স্থিত ছি‌লেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়